পাল্টে যাচ্ছে ন্যু ক্যাম্প, দুই বছর অন্যত্র খেলবে বার্সা

0
1


ছবি: সংগৃহীত

পাল্টে যাচ্ছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার হোম ভেন্যু। চলতি মৌসুমের পর আপাতত ন্যু ক্যাম্পে খেলবে না জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ছবি: সংগৃহীত

মূলত নতুন করে নির্মাণের জন্য আগামী দুই মৌসুম সেখানে খেলতে পারবে না বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে বার্সা। জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি হওয়ায় স্টেডিয়ামটির নাম হবে স্পটিফাই ন্যু ক্যাম্প। ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করা হয়েছে।

১৯৫৭ সালে স্থাপিত ন্যু ক্যাম্প বর্তমানে ইউরোপের অন্যতম বড় স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা ৯৯ হাজার ৩৫৪।

আরও পড়ুন: ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ, অংশ নিতে সঙ্গীর ওজন লাগবে কমপক্ষে ৫০ কেজি

/এম ই