নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে ‘মার্ডার ৯০’। ওয়েব ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দীঘি ও খাইরুল বাসার। দাবি, বাংলাদেশের প্রথম পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম এটি।
গল্প ভাবনায় রয়েছেন সৈয়দ আশিক রহমান, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
‘মার্ডার ৯০’স’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকিয়তায় খুঁজে বের করা হয়। ঐ সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দগুলো এ গল্পে উঠে এসেছে।
চিত্র নায়িকা দিঘী, খায়রুল বাসার, রুনা খান, সাজু খাদেম, শিল্পি সরকার অপুসহ বেশ কিছু অভিনয় শিল্পী এ ওয়েব ফিল্মে অভিনয় করছেন।
বুধবার (৫ এপ্রিল) থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে।
/এনএএস