দাবানলে পুড়ছে কিউবা, ১০ দিনে ছাই ২ হাজার একর বনাঞ্চল

0
2


ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কিউবার পূর্বাংশের হলগুইন শহর। এরই মধ্যে পুড়ে গেছে ২ হাজার একরের বেশি বনভূমি। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দমকল কর্মীরা। তবে কিছুতেই বাগে আনা যাচ্ছে না আগুন। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, গত ১০ দিন ধরেই আগুন নেভাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু নিয়ন্ত্রণে আসেনি দাবানল পরিস্থিতি। আরও ভয়ংকর রুপ ধারণ করেছে আগুনের লেলিহান শিখা। এরই মধ্যে ভস্মিভূত হয়েছে বেশিরভাগ বনাঞ্চল ও কফি ক্ষেত।

এক সপ্তাহ আগে পিনারেস দে মায়ামি পাহাড়ে সৃষ্ট এই দাবানল প্রায় সাড়ে আট হাজার হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন যাতে পার্শ্ববর্তী প্রদেশ সান্তিয়াগো পর্যন্ত না ছড়ায় সে চেষ্টাই করছে স্থানীয় প্রশাসন। এছাড়াও এ বছরের শুরু থেকেই দেশটির প্রায় ৮০টি বনাঞ্চলে আগুন লাগার কথা জানানো হয়েছে।

এসজেড/