তামিমের টস হারের হ্যাটট্রিক; একাদশে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
3


ছবি: সংগৃহীত

টানা ৩ ম্যাচ টস হেরে হ্যাটট্রিক পূর্ণ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং করলেও এবারে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। চোটের কারণে আগের দুই ম্যাচে না থাকা মেহেদী হাসান মিরাজ ফিরেছেন একাদশে। বাদ পরেছেন ইয়াসীর আলী রাব্বি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রেকর্ড ১৮৩ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া সেঞ্চুরির পর বাংলাদেশ ৩৪৯ রানের রেকর্ড পুঁজি পায় টাইগাররা। তবে বৃষ্টির কারণে আইরিশরা ব্যাট হাতে নামতে না পারায় ম্যাচ বাতিল হয়ে যায়। ফলে তৃতীয় ওয়ানডে ম্যাচেই হচ্ছে সিরিজের সুরাহা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ:

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডেহোনি, ম্যাথিউ হামফ্রেস, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডাইর ও গ্রাহাম হিউম।

/আরআইএম