ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন ধরতে ভোররাত থেকেই কমলাপুরে পৌঁছান যাত্রীরা।
স্টেশনে আসা যাত্রীদের টিকিট ও এনআইডি দেখিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবুও কয়েকটি ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিনে ৩টি স্পেশালসহ ৫৫টি ট্রেন ছেড়ে যাবে। প্রায় ৫০ হাজার যাত্রী ঈদযাত্রায় রেলপথ ব্যবহার করবেন আজ। ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগানে চলতি বছর পুরো টিকেট অনলাইনে বিক্রি কার্যক্রমে সন্তুষ্ট যাত্রীরা। গতকাল থেকে চলাচল শুরু করেছে তিনটি স্পেশাল ট্রেন। বিনা টিকিটে বা বিপজ্জনক ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
তবে অনলাইনে টিকিট কাটতে না পেরে এখন অনেকের অসহায় অবস্থান কমলাপুর রেলস্টেশনে। ঈদযাত্রায় ঘরে ফিরতে এখন তাদের ভরসা স্ট্যান্ডিং টিকিট।
ইউএইচ/