অব্যবস্থাপনার ছড়াছড়ি কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে,ভোগান্তিতে রোগি ও স্বজনরা

0
7

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার কারণে ভোগান্তির অভিযোগ উঠেছে।বিশেষ করে করোনা আক্রান্ত রোগীদের সেবা এবং নমুনা এসব পরীক্ষার জন্য যাওয়া মানুষ এসব অভিযোগ করেছেন। সেখানে নমুনা দেয়ার সময়ে যে ভিড় হয় তাতে সংক্রমনহীন মানুষেরও আক্রান্ত হওয়ার শঙ্কা বাড়ে।

এরা সবাই এসেছেন করোনা পরীক্ষার নমুনা দেয়ার জন্য ।যে ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে দেশে দেশে লকডাউন করা হয়, সে ভাইরাসের নমুনা দেয়ার ক্ষেত্রে কুষ্টিয়ায় চরম অব্যবস্থাপনা চোখে পড়ার মতো।একে অন্যের সঙ্গে একেবারে মিলেমিশে গেছেন এখানে।এই চিত্র শুধু একদিনের নয় , প্রায় প্রতিদিনই এমন ভিড় থাকে।

হাসপাতালের করোনা অবজার্ভেশন ওয়ার্ডে সংক্রমিত এবং সংক্রমণহীন , দুধরনের রোগিই আছেন। কিন্তু তাদের যেভাবে রাখা হয়েছে তাতে সবারই আক্রান্ত হওয়ার শঙ্কা আছে ।রোগির স্বজনরা মেঝেতে বিছানা করেছেন আবার কোনো কোনো রোগির দর্শনার্থীর সংখ্যা একাধিক। গরমের দিনে রয়েছে পাখা না থাকার যন্ত্রনাও।

 

করোনা ওয়ার্ডে এত গাদাগাদি নেই। তবে রয়েছে অন্য অভিযোগ। স্বজনরা বলছেন, এই ওয়ার্ডে ডাক্তার কিংবা নার্স আসেন না বললেই চলে। কারো অভিযোগ, চিকিৎসা সরঞ্জাম থাকলেও তার ব্যবহার নেই। অব্যবস্থাপনার জন্য লোকবল সংকটকে দায়ী করেছেন হাসপাতালের চিকিৎসকরা ।

 

চিকিৎসকরা আরোও বলেন, অবজার্ভেশন ওয়ার্ডে জায়গা কম থাকায় গাদাগাদি করে থাকছেন সব রোগি স্বজন । কুষ্টিয়া আড়াইশ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাবে এ পর্যন্ত দুই সহস্রাধিক রোগির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন প্রায় অর্ধশত।