মেক্সিকান নাগরিকদের জন্য মেক্সিকান সরকারের ফ্রী ভ্যাকসিনের ট্রায়ালের ঘোষনা

0
7

বিশ্বের পরীক্ষণমূলক সব ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল মেক্সিকোতে । দেশটির খাদ্যও ঔষুধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন মিললে সেপ্টেম্বরেই শুরু হবে মাসব্যাপী কর্মসূচী।চলবে জানুয়ারি পর্যন্ত ।

শনিবার এক ঘোষণায় মেক্সিকান মন্ত্রী মার্থা ডেলগাডো জানান, এ তথ্য এবং বিনামূল্যে মেক্সিকান নাগরিকদের করোনা ভাইরাসের প্রতিষেধক নেওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নিয়েছে সরকার , এটি ও জানান তিনি ।
বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন তৈরি এবং তা হাতে পেতে বিভিন্ন দেশের প্রতিযোগিতার মধ্যেই এই পদক্ষেপ মেক্সিকোতে ভ্যাকসিনের বিপনন নিশ্চিতে কাজে লাগাবে ।

চীন, যুক্তরাষ্ট্র,রাশিয়া,ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ভ্যাকসিন গবেষণায় এগিয়ে থাকা প্রায় সব দেশের ট্রাইলেই স্বেচ্ছায় অংশ নিচ্ছে মেক্সিকো।চূড়ান্ত অনুমোদন মিললেই সব ভ্যাকসিন নিজ দেশে উৎপাদনের পদক্ষেপ ও নেবে মেক্সিকো।