পাকিস্তানের তোরখাম স্থলবন্দর এলাকায় ভূমিধস

0
1


পাকিস্তানের তোরখাম স্থলবন্দর এলাকায় ভূমিধসে চাপা পড়েছে ২৫ থেকে ৩৫টি ছোটবড় যানবাহন। এখন পর্যন্ত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, এই ঘটনায় কাদামাটির নীচে চাপা পড়েছেন অনেকে। এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাইবার পাখতুনখোয়া এলাকায় গেল কয়েকদিন ধরেই বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সে কারণেই খাইবার পাস সড়কে ভূমিধস হয়।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তাছাড়া ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি, ৩টি উদ্ধারকারী যানবাহন এবং ৩টি বুলডোজার কাজ করছে দুর্ঘটনাস্থলে।

মূলত আফগানিস্তানের সাথে বাণিজ্যের উদ্দেশে ব্যবহৃত হয় স্থলবন্দরটি। সে কারণেই, দুর্যোগের সময় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি ছিল। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।

ইউএইচ/