সন্ধ্যায় নিখোঁজ! সকালে শ্রীমঙ্গল চা বাগান থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

0
7
নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে লাখাইছড়া চা বাগানে শ্রমিকরা কাজ করার সময় স্বাক্ষর দেবের নিথর দেহ পড়ে থাকতে দেখে।

 

পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। জানা যায়, নিহত স্বাক্ষর দেব শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব এর ছেলে।

নিহত স্বাক্ষর দেব
নিহত স্বাক্ষর দেব

 

গতকাল শনিবার বিকাল থেকে তার খোঁজ মিলিছিলো না বলে জানায় তার পরিবার। শ্রীমঙ্গল থানায় নিখোঁজের ডায়রি করা হয়েছিল। আজ নিখোঁজের ১৬ ঘন্টা পর স্বাক্ষরের মৃতদেহ চা বাগান থেকে উদ্ধার করে পুলিশ।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না বলে জানিয়েছে পুলিশ।

 

স্বাক্ষরের পরিবারের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার আসামীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার দাবি করেছেন তার পরিবার ও সহপাঠীরা।

পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।