পুতিন বাহিনীর হাতে খুন হতে পারেন, শঙ্কা সাবেক রুশ ফুটবল অধিনায়কের

0
1


ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান রুশ আক্রমণের সমালোচনা করে কয়েকদিন আগেই এক রুশ ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন রাশিয়ার সাবেক ফুটবলার ইগর ডেনিসভ। ইগর শঙ্কা করছেন, এই সমালোচনার কারণে তিনি রুশ বাহিনীর দ্বারা খুন হতে পারেন। ন্যূনতমপক্ষে জেল হতে পারে। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

সম্প্রতি রাশিয়ান ইউটিউব চ্যানেল নোবেলের সাথে একটি সাক্ষাৎকারে ইগর ডেনিসভ বলেছেন, বর্তমানে ইউক্রেনে যা চলছে সেটি ভয়ঙ্কর। এটি মানবিক বিপর্যয়। জানি না এই কথা বলার পরে আমাকে গ্রেফতার করা হবে বা হত্যা করা হবে। তবে নিজের মনের কথা বলতে কোনো ভয় নেই আমার।

ইউটিউবে দেয়া সেই সাক্ষাৎকারে ডেনিসভ আরও জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনকে চিঠি লিখেছিলেন। দেশের সবাই শান্তিতে থাকুক এটাই চান তিনি।

২০‌১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাশিয়ান ফুটবল দলের অধিনায়ক ছিলেন ডেনিসভ। খেলেছেন জেনিত সেন্ট পিটার্সবার্গ, ডায়নামো মস্কো ও লোকোমোটিভের মতো ক্লাবের হয়ে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আক্রমণের পরপরই একটি আইন পাস হয়। যেখানে উল্লেখ আছে, ইউক্রেনে রুশ পদক্ষেপ নিয়ে যদি কেউ ভুয়া খবর প্রকাশ করে বা রাশিয়ার সামরিক পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করে এমন তথ্য ছড়ায় তাহলে তার ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

জেডআই/