চট্টগ্রাম থেকে ৭ আইনজীবী এনেও মুক্তি মিললো না অবসর প্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামী বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলালের।
এই তিন আসামীকে আবারো তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। খারিজ করে দেয়া হয়েছে তাদের জামিন আবেদন।
প্রত্যেক আসামীর তৃতীয় দফায় চার দিন করে রিমান্ড চেয়ে র্যাবের আবেদনের উপর দুপক্ষের শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালত এ আদেশ দেন।
এর আগে বেলা আড়াইটার পর প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এর আগে আরো দুই দফায় তাদে জিজ্ঞাসাবাদ করে র্যাব। আদালতের আদেশের পর আসামী পক্ষের আইনজীবীরা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন বলে গণমাধ্যমকে জানান।
আরো পড়ুনঃ জেএসসি-জেডিসি পরীক্ষাও বাতিল! অক্টোবর পর্যন্ত বাড়লো ছুটির মেয়াদ
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari