স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের একটি কেমিক্যাল প্ল্যান্টে আকস্মিক আগুন লেগে যায়। মুহুর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।
শক্তিশালী হারিকেন লরার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায় নি।
এদিকে হারিকেন লরার আঘাতে বিধ্বস্ত লুজিয়ানা উপকুল। ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। আনিতে তলিয়া গেছে বহু ঘর-বাড়ি।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ঘন্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ক্যাটাগরি ফোর মাত্রার শক্তিশালী হারিকেন লরা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকুলে আঘাত হানা এযাবত কালের সবচেয়ে শক্তিশালী হারিকেনের আঘাতে গাছপালা ও বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার পাশাপাশি উপড়ে গেছে বহু বৈদ্যুতিক খুঁটি। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ।