সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১

0
2


স্টাফ করেসপন্ডেন্ট রংপুর:

রংপুর ডালিয়া আঞ্চলিক মহাসড়ক ওরস মাহফিলের বাস এই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১০ মার্চ) সকাল নয়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ওরস মাহফিল শেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফেরার পথে গঙ্গাচড়ার দক্ষিণ খলেয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ জানায়, একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে চাপা পড়ে একজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এ সময় গাড়ির নিচে আটকা পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বাসটির ধারণক্ষমতা ৪২ জন হলেও নেয়া হয়েছিল ৮০ জনের ওপরে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইউএইচ/