রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুর রাজ্জাক মুন্সি (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি পাংশার কুড়াপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে এবং পেশায় ডেকোরেটর ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটের দিকে পাংশার কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রাজ্জাক মুন্সি মোটরসাইকেল নিয়ে কুড়াপাড়া রেলক্রসিং পার হবার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলটিও ভেঙ্গে যায়। রেলক্রসিংটি উন্মুক্ত, কোনও ব্যারিকেট ছিল না।
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই শহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
এএআর/