রাজবাড়ীতে মাদরাসা ছাত্র ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

0
3


গ্রেফতারকৃত মো. ইমদাদুল্লাহ (২৮)।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী‌তে মাদরারাসায় পড়ুয়া এক শিশু‌কে (৮) ছয় মাস ধ‌রে ধর্ষণ করার অভিযোগে মো. ইমদাদুল্লাহ (২৮) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপু‌রে রাজবাড়ী সদর থানা পু‌লিশ এ তথ্য জানায়। এর আগে, সোমবার (১৭ এপ্রিল) রাতে বা‌নিবহ এলাকা থেকে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

জানা‌ গেছে, রাজবাড়ী সদর উপজেলার একটি আবাসিক মাদরাসার শিক্ষক হওয়ায় মাদরাসায় প্রায়ই রাত্রিযাপন করতেন ইমদাদুল্লাহ। সে সুযোগে মাদরাসার এক ছাত্রকে গত প্রায় ছয় মাস ধরে ধর্ষণ ক‌রে আস‌ছি‌ল ওই ওই শিক্ষক। গত রোববার (১৬ এপ্রিল) রাতে ধর্ষণের সময় শিশুটি চিৎকার কর‌লে মাদরাসার অন্য ছাত্র ও শিক্ষকরা এগিয়ে আসলে ইমদাদুল্লাহ পালিয়ে যায়।

পরে সোমবার (১৭ এপ্রিল) এ ঘটনায় ভূক্তভোগী শিশুর মা বাদী হয়ে মাদরাসা শিক্ষক ইমদাদুল্লাহ‌কে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার এসআই মো. কামরুজ্জামান শিকদার জানান, মামলা দায়েরের পর অ‌ভিযান চা‌লিয়ে বানিবহ এলাকা থেকে ইমদাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) তাকে রাজবাড়ী আদালতে তোলা হয়।

/এসএইচ