বুধবার ভারতকে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়ে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের পর চূড়ান্ত হয়েছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লাইন আপ।
স্বাগতিক নেপাল ৬-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হয়ে বাংলাদেশকে এড়িয়েছে। ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। নেপালের প্রতিপক্ষ ভারত।
২০২২ সালের সাফের সেমিফাইনালেও ভুটানকে পেয়েছিল বাংলাদেশ। ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল লাল সবুজ জার্সিধারীরা।
তবে ভুটানের মেয়েরা আগের চেয়ে অনেক শক্তিশালী। গ্রুপের শেষ ম্যাচে তারা ১৩ গোল দিয়েছে মালদ্বীপকে।
আরআই/এমএমআর/জেআইএম