নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারাদেশের মহানগর ও জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার (১১ মার্চ) মানববন্ধন কর্মসূচি শুরু হবে বেলা ১১টা থেকে, চলবে ১২টা পর্যন্ত।
এই মানববন্ধন কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের নেতৃত্বে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হবে।
ঢাকা মহানগর উত্তরের মানববন্ধন কর্মসূচি শুরু হবে রাজধানীর উত্তর বাড্ডা থেকে। এর নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য দলীয়ভাবে বিএনপির নেতাদের বিভিন্ন এলাকার দায়িত্ব দেয়া হয়েছে।
এসজেড/