প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে ছুটছে মানুষ। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে গাড়ি।
যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলায় বিভিন্নস্থানে জটলা তৈরি হচ্ছে। বাস না পেয়ে অনেকে ট্রাকে করেও বাড়ির পথে রওনা হয়েছেন। ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও চৌরাস্তা অংশে যানজটের কিছুটা ভোগান্তি রয়েছে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বেড়েছেন যানবাহনের চাপ। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট দেখা দেয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
/এডব্লিউ