ইউক্রেনে রুশ বাহিনীর ড্রোন হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। মঙ্গলবার (২১ মার্চ) রাতে রাজধানী কিয়েভের কাছের একটি এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, হামলায় একটি স্কুল ও দুটি আবাসিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭ জন আহত হয়।
এদিকে রাশিয়া জানিয়েছে, অধিকৃত ক্রাইমিয়াতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ নৌবাহিনী জানায়, সেভেস্তোপোল বন্দরে ওই ড্রোন হামলা চালানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রুশ কর্তৃপক্ষ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয় ড্রোনগুলো।
এএআর/