অবশেষে ব্যাপক জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে মালেশিয়ায়আটক বাংলাদেশি রায়হান কবিরকে।দেশে ফিরতে আর কোনো বাধা নেই তার।কোভিড–১৯ টেষ্টের ফল এবংবিমানের
টিকেট কনফার্ম হলেই তাকে দেশে ফারাতে সম্মত হয়েছে মালেশিয়ার অভিবাসন বিভাগ।
সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মালেশিয়ায় আটক বাংলাদেশি রায়হান কবিরকে।বুধবার রায়হান কবিরের দুই আইনজীবী সুমিতা শাথিন্নি ও সি সেলভরাজা সাংবাদিকদের জানান, কোভিড –১৯ এর স্ক্রিনিংয়ের ফল ভালো হওয়ার পর বিমান টিকেট পাওয়া গেলেতাকে বাংলাদেশে পাঠানো হবে । ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না ।
অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ ধারায় রায়হানের বিরুদ্ধে অভিযোগ এনে গত ২৪ জুলাই রাজধানীর জালান পাহাংয়ের এককনডোমোনিয়াম থেকে গোপনে থাকা গ্রেপ্তার করা হয় । বর্তমানে রায়হান কবির অভিবাসন বিভাগের হেফাজতে।মালয়েশিয়া বসবাসরতঅভিবাসীদের প্রতি দেশটির আইনশৃংঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে লকড আপইন মালয়েশিয়া’স লকডাউন শিরোনামে একটি ডকুমেন্টারি গেল ৩ জুলাই প্রচার করে আল জাজিরা।
এতে সাক্ষাতকারে রায়হান অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন । ডকুমেন্টারি প্রচারিত হওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে।আর এরই জের ধরে গ্রেপ্তার করা হয় রায়হান কবিরকে।অবশ্য শুরু থেকেই রায়হান কবির নিজেকে নির্দোষ দাবি কে আসছিলেন ।