ঔপনিবেশিক ধ্যান-ধারণা বাদ দিয়ে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

0
2


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

ঔপনিবেশিক ধ্যান-ধারণা পরিহার করে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, মানুষের সেবা নিশ্চিত করতে দুর্নীতি প্রতিরোধে কৌশল প্রণয়ন করেছে সরকার। তার বাস্তবায়নও করা হচ্ছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিসিএস কর্মকর্তাদের এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সরকার প্রধান এ নির্দেশ দেন। এ সময় নবীন বিসিএস কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। মানুষের সেবা নিশ্চিতে তাই তাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি আরও জানান, সরকারি খাতকে দুর্নীতিমুক্ত করতে সুনির্দিষ্ট কৌশল নিয়েছে সরকার। সেবা প্রত্যাশী মানুষের ভোগান্তি কমাতেও নেয়া হয়েছে উদ্যোগ।

শেখ হাসিনা বলেন, বিশ্ব পরিস্থিতি মোকাবেলা করেও বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত আছে। সময়ের সঙ্গে সঙ্গে এদেশের উন্নয়ন পরিকল্পনাও ঢেলে সাজানো হয়েছে। সরকারি অবকাঠামো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, সাশ্রয়ী ও সঞ্চয়ী হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সামনে দেশ গড়ার শপথ নেন নবীন সরকারি কর্মকর্তারা। এর আগে এসব কর্মকর্তা শেষ করেছেন ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স। এদিন দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন