আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু শরীয়তপুরে

0
3


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের সখিপুরে আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা ভাই-বোন। এঘটনায় আহত হয়েছেন ১ জন।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাদের। এর আগে সোমবার রাত ১০টার দিকে সখিপুর থানার আশ্রাফ বেপারীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, আশ্রাফ বেপারীকান্দি এলাকার মো. মনসুর ঢালীর মেয়ে সামিয়া আক্তার (১০) ও ছেলে আরাফাত ঢালী (৮)। এ ঘটনায় আহত হয়েছে মনসুর ঢালীর বড় মেয়ে মীম ইসলাম (১২)। মীম গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক। পুড়ে গেছে শরীরের ৫০ ভাগ। তারা সকলেই ৫১নং সখিপুর জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার রাতে একটি দোচালা টিনের ঘরে সামিয়া, আরাফাত ও মীম ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগে, মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর মঙ্গলবার ভোর ৪টার দিকে সামিয়া ও আরাফাতের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

এসজেড/