রাষ্ট্রীয় সফরে সৌদি আরব শাহবাজ শরিফ

0
0


পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে গেলেন শাহবাজ শরিফ। মদিনার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি রাজপুত্র ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এই সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোসহ মন্ত্রিসভার ৯ সদস্য। তাছাড়া রয়েছেন একদল কূটনীতিক-কর্মকর্তা। শাহবাজ শরিফ মক্কায় ওমরাহ পালন করবেন।

একইসাথে সৌদি আরবের শীর্ষ নেতাদের সাথে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনসহ অন্যান্য বাণিজ্যিক ইস্যুতে কয়েকটি বৈঠক করার কথা রয়েছে তার। তাছাড়া, পররাষ্ট্রক্ষেত্রে সৌদি আরবের সমর্থন আদায়ও এই সফরের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক ডন।

/এডব্লিউ