আফগানিস্তানে স্বাধীনতা দিবসের একদিন আগে রকেট হামলা

0
6
Photo Copyright: https://www.super155.com/rockets-strike-kabul-as-afghanistan-marks-101st-independence-day-news/?amp

আফগানিস্তানের কাবুলের কূটনৈতিক এলাকা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি রকেট হামলা হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মঙ্গলবার সকালে দুটি গাড়ি থেকে একযোগে এসব রকেট হামলা চালানো হয়।

হামলার পরপরই বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায় নি।

আফগানিস্তানের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে এ হামলার ঘটনা ঘটে।


আরো খবরঃ Rockets strike Kabul as Afghanistan marks 101st Independence Day – News


অসুস্থতা অনুভব করায় সাহেদকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে