যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের ডেথ ভ্যালিতে রোববার পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে ১৩০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড হয় বলে নিশ্চিত করেছে মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ ।
রয়টার্স জানায়, তীব্র তাপপ্রবাহের কারণ গেল শনিবার ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র বিকল হয়ে পড়েছে। ফলে টানা দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অঞ্চলটি । দেশটির পশ্চিমাঞ্চলে দাবদাহ চলার কারণে চলতি সপ্তাহে তাপমাত্রা আরোও বাড়ার পূর্বাভাস রয়েছে।
চলমান দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিন মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্ট সিস্টেম অপারেটর। এর আগে ২০০৩ সালে ডেথ ভ্যালিতে ৫৬ দশমিক ৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
অন্য যে কোনো তীব্র আবহাওয়ায় তুলনায় দাবদাহে গড়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। উচ্চ তাপমাত্রার কারণে হিট স্ট্রোকসহ নানা ধরনের রোগবালাই হতে পারে ।