ছেলেকে বাচাতে গিয়ে বাবা খুন; ভাইস চেয়ারম্যান আটক

0
4
খুন

সাতক্ষীরার তালা উপজেলায় ছেলেকে বাঁচাতে গেলে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে ( সরদার মশিয়ার রহমান ) আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায় রাতে নলগুলিয়া বিলে সরকারি খালে মাছ ধরতে যায় সেলিম নিকারি। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ারের মাছের ঘের থাকায় সেলিমকে চুরির অভিযগে আটক করে তার সহযোগীরা। পরে ঘটনাস্থলে গিয়ে সেলিমকে মারধর করেন মশিয়ার।

ছেলেকে বাচাতে গেলে হামলার শিকার হন বাবা লুৎফর রহমান। এক পর্যায়ে লুতফর রহমানকে মৃত অবস্থায় পায় গ্রাম্বাসী। সেলিমকে আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।

এই ঘটনায় ন্যাশনাল হেল্পলাইন ৯৯৯ এ কল দিলে মশিয়ার রহমানকে আটক করে পুলিশ। হত্যার দাবিতে মরদেহ নিয়ে উপশহরে মিছিল ও থানা ঘেরাও করে স্থানীয়রা।