মাদারিপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের এক কিশোরীকে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায় পাশের বাড়ির ভ্যান চালক ও চার কন্যা সন্তানের পিতা মামুন। পরে জোরপূর্বক ১৪ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে সে।
কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় মামুন। বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানালে চেয়ারম্যানের মাধ্যমে গত বুধবার মীমাংসায় বসে উভয়পক্ষ।পরে অভিযুক্তকে জুতাপেটা করেন ইউনিয়ন চেয়ারম্যান। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে মামলা করতে নিষেধ করে দেন।
এ ঘটনার পর ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে ওই কিশোরীর পরিবার ও এলাকাবাসী।
ধর্ষণের ঘটনার পর কিশোরীকে হাসপাতালে ভর্তি না হতে পরামর্শ দেন স্থানীয় মাতব্বররা। বিষয়টি জানার পর ক্ষোভ জানিয়ে বিচার দাবি করেন মানবাধিকার কর্মীরা।
মাদারীপুর জেলার পুলিশ সুপার জানান, তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।