৫০ লাখ টাকা না দেয়ায় ক্রসফায়ারে দিলো কক্সবাজারের আরেক ওসি

0
5
ক্রসফায়ার

৫০ লাখ টাকা না পেয়ে চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীকে ক্রসফায়ার দেয়ার অভিযোগ উঠেছে কক্সবাজারের চকরিয়া থানার ওসি ও দুই পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে পটিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে, দোষীদের শাস্তির দাবি জানান স্বজনসহ এলাকাবাসী।

গত ২৯শে জুলাই ওমান প্রবাসী জাফর আলমকে পটিয়ার ভায়াদীঘি থেকে গাড়িতে করে নিয়ে যায় চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান ও এসআই আমিনুল ইসলাম। পরে ইয়াবা ব্যবসায়ী বলে তার স্ত্রী’কে মুঠোফোনে ৫০ লাখ টাকা দাবি করে ওই পুলিশ। বলা হয় টাকা না দিলে ক্রসফায়ারে দেয়া হবে।

পরে ৩১শে জুলাই পরিবার জানতে পারে জাফর ক্রস্ফায়ারে নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকাবাসী দোষীদের শাস্তির দেয়াবি করেন।

এদিকে নিহত জাফরের মামা বাদী হয়ে পটিয়া আদালতে মামলা করেন। এই মামলায় চকরিয়া থানার ওসি সহ তিন পুলিশ এবং অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জনকে আসামী করা হয়।

গত ছয় বছর ধরে ওমান প্রবাসী নিহত জাফর গত মার্চে দেশে আসেন। দেশে এসেই তাকে শিকার হতে হয় পুলিশের বিচার বহির্ভূত হত্যার।