অর্থ আত্মসাৎ এর মামলায় দুদকের জিজ্ঞাসাবাদে সাহেদ

0
5
সাহেদ

সাবেক ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ এর মামলায় রিজেন্ট গ্রুপের মালিক সাহেদকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ঋণ জালিয়াতির রেকর্ড অভিযোগ রয়েছে। সকাল ১১ টার দিকে কেরানিগঞ্জ কারাগার থেকে তাকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়।

সাহেদের বিরুদ্ধে পদ্মা ব্যাংক বা সাবেক ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেয়ায় সুদ সহ দুই কোটি একাত্তর লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয় এই অর্থ আত্মসাৎ এ ব্যাংক্টির পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেল চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ ৪ জন জড়িত।

এছাড়া দেয়ায় যেসব শর্ত বিবেচনা করার কথা ছিল তা নিয়ম মাফিক করেনি ব্যাংকটি। পদ্মা ব্যাংকে অর্থ আত্মসাৎ ছাড়াও এনআরবি ব্যাংক থেকে এক কোটি একান্ন লাখ টাকা লেনদেনের তথ্য পত্র পর্যালোচনা করে সাহেদের বিরুদ্ধে আত্মসাৎ ও পাচারের অভিযোগে এরই মধ্যে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক )।

এছাড়া গত ১৬ জুলাই চার ব্যাংকের কাছে সাহেদ ও তার প্রতিষ্ঠানের রেকর্ড পত্রের কপি চেয়েছে দুদক।