সাকিবকে পাওয়া যায় সে লক্ষে এগোচ্ছে বিসিবি-পাপন

0
6

শ্রীলঙ্কা সফরেই সাকিবকে পেতে চায় বিসিবি। এজন্য সাকিবের সাথে কথাও বলেছেন নাজমুল হাসান পাপন।শোক দিবসে বিসিবি আয়োজিত অনুষ্টান শেষে গণমাধ্যমকে এমনটাই জানান বোর্ড সভাপতি ।

২৮ অক্টোবর শেষ হচ্ছে সাকিবের ১ বছরের নিষেধাজ্ঞা । এর আগে ২৪ অক্টোবর মাঠে গড়াব্ শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যেকার প্রথম টেষ্ট । তাই পরের ম্যাচ থেকেই যেন সাকিবকে দলে পাওয়া যায় সে লক্ষে এগোচ্ছে বিসিবি।

চলতি মাসেই দেশে ফেরার কথা আছে সাকিবের। দলে ফিরত আগামী মাস থেকে বিকেএসপিতে শুরু হবে অনুশীলন কার্যক্রম । আইন অনুযায়ী সাকিব চাইলে ফিজিও ও কোচের সাথে কাজ করতে পারবে বলে জানান পাপন।