ইসরায়েলের সাথে আরব আমিরাতের চুক্তিতে ক্ষোভে ফুঁসছে গোটা মধ্যপ্রাচ্য

0
5

ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিনসহ গোটা মধ্যপ্রাচ্য। অবৈধভাবে ফিলিস্তিনিদের জমি দখলকারী ঈসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাতের চুক্তির প্রতিবাদে শুক্রবার জুমআর নামাজের পর জেরুজালেমের মসজিদুল আকসার সামনে জড়ো হন বহু মানুষ।

ঈসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় তারা আরব আমিরাতের ব্যাপক সমালোচনা করেন। এ সময় আন্দোলনকারীরা আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবিতে আগুন ধরিয়ে দেন। সেই সঙ্গে ঈসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন তারা।

ঈসরায়েলের সাথে সম্পর্কে ইস্যুতে আরব আমিরাতের সিদ্ধান্ত কেবল সাধারণ মানুষের প্রতিবাদেই থেমে নেই। উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রচ্যের রাজনৈতিক অঙ্গনেও।

কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরান বলেছে ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহ’র সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত। আবু ধাবির সিদ্ধান্তকে নির্বুদ্ধিতার পরিচয় হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।

অন্যদিকে আমিরাতের বিতর্কিত সিদ্ধান্তের পর আবু ধাবিতে নিজেদের দূতাবাস বন্ধ করেছে তুরস্ক। এছাড়াও দেশটির সাথে সম্পর্কের বিষয়ে পুনঃবিবেচনা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এদিকে অবৈধ ভাবে ফিলিস্তিনিদের ভুমি দখল বন্ধ করতে ঈসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সেই সাথে ফিলিস্তিন সংকট সমাধানে সব পক্ষকে আলোচনায় বসার উপর জোর দেয় দেশটি।