এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ১-০’তে এগিয়েছিল স্বাগতিকরা। দু’টি করে গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।
কমলাপুরে শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলার ৪৫ মিনিটে আকলিমার গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। ৭১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। ইতি খাতুনের ক্রসে নিজের দ্বিতীয় গোলের সাথে স্কোরলাইন ২-০ করেন আকলিমা।
ম্যাচের ৮০ মিনিটে স্বপ্না রানীর গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ১ মিনিট পর স্বপ্না আবারও গোল করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
পরের ম্যাচে রোববার শক্তিশালী ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের মূল পরীক্ষাটা অপেক্ষা সেই ম্যাচের জন্যই। ফিফা র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ইরানের বিপক্ষে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল ভক্তরা।
আরও পড়ুন: ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনা দল
/এম ই