হামাসের অস্ত্র কারখানায় হামলা চালালো ইসরায়েল

0
0


ছবি: সংগৃহীত

দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট ছোঁড়ার প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় হামাসের একটি অস্ত্র তৈরির কারখানাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৮ জুন) ভোরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। খবর আলজাজিরার।

হামলার ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বোমাগুলো কেন্দ্রীয় গাজা উপত্যকায় হামাসের কারখানায় বিস্ফোরণের পর সেখান থেকে ধোঁয়া উড়ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এ হামলা ছাড়াও হামাসের আরও তিনটি ঘাটিকে লক্ষ্যবস্তু হিসেবে ঠিক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ছোড়া রকেট হামাসের কারখানায় আঘাত হানতে না পেরে কৃষি জমিতে গিয়ে পড়েছে।

এখন পর্যন্ত কোনো ফিলিস্তিনি গোষ্ঠী রকেট হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল সাধারণত তাদের নিয়ন্ত্রিত উপকূলীয় ছিটমহল থেকে সৃষ্টি হওয়া যেকোনো সহিংসতার জন্য হামাসকে দায়ী করে।

এটিএম/