রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনের বুশা শহর সফর করেন তিনি। খবর বার্তা সংস্থা এপির।
শহরটিতে পাওয়া গণকবরকে ইঙ্গিত করে জাতিসংঘ মহাসচিব বলেন, বুশায় রুশ বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জবাবদিহিতা করা প্রয়োজন। সেই সাথে তদন্তে আন্তর্জাতিক আদালতকে সহায়তার জন্য মস্কোর প্রতি আহ্বানও জানান গুতেরেস। অভিযোগ, বুশার বিভিন্ন এলাকায় গণহত্যা চালিয়েছে রুশ বাহিনী। সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর মিলেছে গণকবর।
এর আগে, বোরোডিয়ানকা শহরের ধ্বংসাবশেষ ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। রুশ আগ্রাসনে এ শহরটিতে প্রাণ হারিয়েছেন ১১২ বেসামরিক বাসিন্দা।
আরও পড়ুন: দখলকৃত খেরসনে নিজস্ব মুদ্রা চালু করছে রাশিয়া
ইউএইচ/