ইভিএম কিংবা ব্যালট নিয়ে বিএনপির আগ্রহ নেই: মির্জা ফখরুল

0
1


ইভিএম কিংবা ব্যালট নিয়ে আগ্রহ নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বিভিন্ন প্রহসন করে জনগণকে বিভ্রান্ত করছে সরকার।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতারে তিনি এ মন্তব্য করেন। বলেন, ব্যক্তি ও দলের মালিকানা প্রতিষ্ঠার সব চক্রান্ত চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকালীন সরকারই প্রধান সংকট। এ সময় সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে জানিয়ে চলমান সংগ্রামে সব রাজনৈতিক দল ও জনগণকে শরীক হবার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

/এমএন