সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আমিন উদ্দিন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রানী গ্রাম টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার নাজমুল হকের ছেলে। সে রানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল আল আমিন। পথে স্থানীয় যানবাহন নছিমন গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসজেড/