বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নকল N-95 মাস্ক সরবরাহ করলেন ছাত্রলীগ নেত্রী

0
2
N-95

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের জন্য ১১ হাজার N-95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় সাবেক ছাত্রলীগ নেত্রী ও অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমিন জাহান। প্রথম দুই দফায় ১৭৬০ টি মাস্ক মান সম্পন্ন সরবরাহ করে তারা। তৃতীয় ও চতুর্থ দফায় আরো ১৭০০ মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

মূলত তৃতীয় দফায় সরবরাহকৃত মাস্কের মান নিয়ে প্রশ্ন উঠে। প্রতিষ্ঠানটি কে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। জবাবে বিষটি স্বীকারও করে তারা।

নিম্নমানের N-95 মাস্ক সরবরাহ করে সম্মূখ সারির কোভিড যোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়তে পারতো এমন আশংকা থেকেই বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শারমিন জাহানকে আসামী করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করে। তার বিরুদ্ধে মাস্ক সরবরাহ করে প্রতারণার অভিযোগ এনেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

নিজের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহান। এদিকে পুলিশ বলছে কাগজ পত্র যাচাই বাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখার সহকারী রেজিষ্ট্রার হিসেবে কর্মরত আছেন। গত বছরের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি চালু করেন তিনি।


আরো খবরঃ কাতারে আবার প্রবেশ করতে পারবেন ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা | Qatar


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari