ভোলা প্রতিনিধি:
ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ১৫ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ও তুলাতুলি এলাকার মাঝামাঝি মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, মৎস্য বিভাগ, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) বিশেষ অভিযানে ওই ১৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ইলিশ, জাল ও দুটি ট্রলার জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ২ হাজার করে মোট ৩০ হাজার জরিমানা করা হয়েছে। একই সাথে ট্রলার দুইটি নিলামের মাধ্যমে ৫২ হাজার ২৮৭ টাকায় বিক্রি করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
এসজেড/