ব্রিটিশ এমপির বিরুদ্ধে সংসদে পর্নোগ্রাফি দেখার অভিযোগ

0
2


একজন ব্রিটিশ সংসদ সদস্যের বিরুদ্ধে ব্রিটিশ হাউজ অফ কমনে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে। একজন মহিলা সংসদ সদস্য অভিযোগ করে বলেন, তিনি অভিযুক্ত সেই সংসদ সদস্যের পেছনে বসে ছিলেন এবং সেই সংসদ সদস্য মোবাইলে পর্নগ্রাফী জাতীয় কিছু দেখছিলেন। তবে অভিযুক্ত সংসদ সদস্যের নাম প্রকাশ করা হয়নি। খবর এনডিটিভির।

টাইমস রিপোর্টের সংবাদ অনুযায়ী গত সপ্তাহে একটি নির্বাচনের শুনানি চলাকালীন ঘটনাটি ঘটে।

আরেক মহিলা সংসদ সদস্য অভিযোগ করে বলেন, তিনি তাকে বিভিন্ন সময় পর্নগ্রাফী দেখতে দেখেছেন এবং তিনি সেটির ছবিও তুলতে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন।

কনজার্ভেটিভ পার্টির সদস্য পওলিন লাথাম বিবিসিকে বলেন, হাউজ অব কমন্সে উপস্থিত সংসদ সদস্যরা এ ঘটনায় ভীষণ অবাক হয়েছেন এবং বিশ্বাস করতে পারছেন না যে এমন একটি জায়গাতে এ ঘটনা ঘটতে পারে। যদি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় তবে তিনি হাউসে তার পদ হারাতে পারেন এমনকি দল থেকেও বহিষ্কার হতে পারেন।

এটিএম/