নারায়ণগঞ্জে নিত্যই ঘটছে সড়ক দুর্ঘটনা, কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পুলিশের

0
0


ফাইল ছবি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনা থামছেই না। চলতি বছর এ পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় মারা গেছেন ৩০ জনেরও বেশি। আহতের সংখ্যাও কম নয়।

তিন মাসের ছুটি কাটিয়ে আবারও সৌদি আরব যাওয়ার কথা ছিল চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা জহির খানের। ৮ জুন প্রাইভেটকার যোগে ঢাকায় বিমানবন্দরে আসার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাইপাস সড়কে দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান জহির।

এর একদিন আগে স্কুল থেকে ফেরার পথে রূপসী-কাঞ্চন সড়কের ত্রিশকাহানিয়া এলাকায় ট্রাকের চাপায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তারের। রূপগঞ্জে বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রায়ই দুর্ঘটনায় ঝরছে প্রাণ। বেপরোয়া গতি, অদক্ষ চালক, সরু রাস্তা ও মহাসড়কে তিন চাকার বাহনের অবাধ চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩০ জনেরও বেশি। গত বছরের প্রথম ৬ মাসের তুলনায় দুর্ঘটনার সংখ্যা দ্বিগুণেরও বেশি।

এ নিয়ে নারায়ণগঞ্জের নিসচার দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সোহেল কিরন বলেন, ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস নেই এমন একজন চালক যদি দুর্ঘটনা ঘটায় তাহলে সেটিকে আমরা দুর্ঘটনা বলতে পারি না। সেটা হয়ে যায় হত্যাকাণ্ড। কিন্তু এই ঘটনা সড়ক দুর্ঘটনার নাম করে ২০-৫০ হাজার বা কিছু টাকা দিয়েই তারা পার পেয়ে যায়।

রূপগঞ্জে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ঢাকা বাইপাস সড়কে। কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলছেন, অপ্রশস্ত রাস্তা এবং অবাধে তিন চাকার বাহনের চলাচলের কারণেই বাড়ছে দুর্ঘটনা।

হাইওয়ে ও ট্রাফিক পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনা রোধে গাড়ি চালকদের নিয়ে কর্মশালা আয়োজনসহ নানা কার্যক্রম চালানো হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, প্রতিটি লিংক রোড়েই আমরা পুলিশ দেয়ার চেষ্টা করছি। তাছাড়া প্রতিদিন থ্রিহুইলারের (তিন চাকার বাহন) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

এসজেড/