গ্রামীণ কল্যাণের ১০৬ কর্মকর্তা-কর্মচারীর মুনাফা বাবদ পাওনা বুঝিয়ে দিতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শ্রম আপীল ট্রাইব্যুনাল।
সোমবার (৩ এপ্রিল) বিচারপতি এম ফারুকের বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেছেন, কর্মকর্তা-কর্মচারীরা ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মুনাফার টাকা পাবে।
মুনাফা পেতে আবেদনকারীদের আইনজীবী গোলাম রাব্বানী শরিফ জানিয়েছেন, ২০১৩ সাল থেকে মুনাফা দেয়া হয়। কিন্তু ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মুনাফার অংশ দেয়া হয়নি। এর কারণ হিসেবে ড. ইউনুসসহ মালিকপক্ষ জানায় গ্রামীণ কল্যাণ একটি দাতব্য প্রতিষ্ঠান। যে মুনাফা আসে তা অন্য সামাজিক কাজে ব্যয় হয়। কিন্তু রায়ে আদালত বলেছেন, গ্রামীণ কল্যাণকেও ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হবে। অবশ্যই মুনাফার অংশ কর্মকর্তা-কর্মচারীদের দিতে হবে।
/এমএন