কুয়েতে গ্রেফতার লক্ষীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কান্ডে আরো কঠিন অবস্থানে যাচ্ছে কুয়েত সরকার।
দেশটির গোটা শ্রম বাজারকে ঢেলে সাজানোর পাশাপাশি সরকারি কাজে বিদেশী লোকের উপর নির্ভরতা কমিয়ে আনারও পরিকল্পনা নিয়েছে। দেশটির আগামী সংসদ নির্বাচনে পাপুলের দুর্নীতির ঘটনা বড় ধরণের প্রভাব রাখতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এমপি পাপুলের বিরুদ্ধে তদন্তে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। গ্রেফতার পাপুলের মোবাইল ফোনে নজরদারি চালিয়ে কুয়েতের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ একাধিক সংসদ সদস্যের তথ্য খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।
সোমবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় আরব টাইমস।
পাপুলের অনৈতিক কাজে যে শীর্ষ কর্মকর্তা সহায়তা করেছিলেন তার ব্যক্তিগত সহকারিও ঘুষ নেয়ার কথা স্বীকার করেছেন। মোবাইল ফোনে যে কর্মকর্তাদের ছবি ও ভিডিও আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলেও প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে বাংলাদেশেও পাপুলের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।