ম্যাচ জিতে শান্তর ‘আস-সালামু আলাইকুম’

0
1


ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়ে মূল ভূমিকায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সালামের ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করেছেন এই বাঁহাতি ব্যাটার।

বিপিএলে যে লাইনে ছিলেন সেই লাইনেই দ্যুতি ছড়াচ্ছেন শান্ত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাটেই চড়েই ইংল্যান্ডকে বধ করেছে টাইগাররা। ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। এই ঝড়ো ইনিংসে ছিল ৮ টি চারের মার।

আর তাতেই ম্যাচ সেরার পুরস্কার ওঠে বিপিএলের টুর্নামেন্ট সেরা শান্তর হাতেই। শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচ তালুবন্দি করেন তিনি। জস বাটলার, ডাভিড মালান ও স্যাম কারানের ক্যাচ লুফে নেন শান্ত।

ক্রিকেটের ছোট ফরম্যাটে শান্তর এটি তৃতীয় ফিফটি। এদিন, ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। বিশেষ করে মার্ক উডের বলে টানা চারটি চার মেরেছেন চোখ ধাঁধানো সব শটে। এমন ঝড়ে তিনি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন। চলতি ইংল্যান্ড সিরিজে চার ম্যাচে তিন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ খেলোয়াড়। সমালোচকদের জবাব দিলেন ব্যাট হাতেই।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন উচ্ছ্বসিত। ম্যাচের পর সেখানে নিজের ছবি পোস্ট করেছেন শান্ত। যেখানে ক্যাপশনে ‘আস-সালামু আলাইকুম’ দিয়েছেন তিনি। সাথে ছিল হার্টের ইমোজি। সেই সাথে দিয়েছেন দেশের পতাকা ও ব্যাট বলের ইমোজি।

প্রশ্ন উঠতেই পারে এই সালাম তিনি কাদের দিয়েছেন? যারা দুর্দিনে তাকে নিয়ে মজা করেছে, ট্রল করেছে তাদের? নাকি জয়ের আনন্দটা সবার সাথে ভাগ করে নিতেই শান্তর এমন ব্যতিক্রমধর্মী উদযাপন।

/আরআইএম