ছিনতাইকারীদের ধরিয়ে দিতে পারে আশঙ্কায় দশম শ্রেণির ছাত্রকে খুন

0
2


ছিনতাইকারীদের চিনে ফেলতে পারে এই আশঙ্কা থেকেই দক্ষিণ কেরাণীগঞ্জে দশম শ্রেণির ছাত্র, অটোরিকশাচালক আজিজুল ইসলামকে হত্যা করা হয়। র‍্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃত ১১ আসামি।

দশম শ্রেণির ছাত্র আজিজুল ইসলাম নিজের পড়ালেখা ও সংসারে বাড়তি আয়ের যোগান দিতে স্কুল শেষে একবেলা আটোরিকশা চালাতো।

১৮ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ এলাকায় আজিজুলকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। আজিজুলকে আহত করে পরে গলায় কোমরের বেল্ট পেচিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় স্বজন ও র‍্যাব- ১০।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ঢাকার কেরানীগঞ্জ ও পটুয়াখালী থেকে এই ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব- ১০ এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন জানান, ছোট্ট একটি ভিডিও ফুটেজ পাই আমরা। সেই ছোট্ট ক্লু ও রবিউলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটির পূর্ণাঙ্গ একটি চিত্র দাঁড় করায় আমরা।

র‍্যাব বলছে, আজিজুল শিক্ষিত হওয়ায় ছিনতাইকারীদের ধরিয়ে দিতে সহায়তা করতে পারে এই আশঙ্কায় খুন করা হয়েছে বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা।

/এনএএস