চান্দনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাক কর্মীর মৃত্যু

0
4


স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের চান্দনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তানজিলা আক্তার (২৩) নামের এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা গণপিটুনি দিয়ে ছিনতাইকারীকে বাসন থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বনরুপা রোডের মাথায় এ ঘটনা ঘটে। নিহত তানজিলা গাজীপুরের বনরুপা এলাকার তাজুল ইসলামের মেয়ে। একই এলাকায় তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, রাতে এক যুবক স্থানীয় পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের পিটুনিতে ওই যুবক অসুস্থ হয়ে পড়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউএইচ/