২০২২ সালটা দুই হাত ভরেই যেন দিচ্ছে রাফায়েল নাদালকে! এরই মধ্যে বছরের অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন নিজের করে নেয়া রেকর্ড ২২ গ্র্যান্ডস্ল্যাম জয়ী রাফায়েল নাদাল প্রথমবারের মতো বাবা হতে চলেছেন।
বিখ্যাত ম্যাগাজিন হোলার একটি ছবিতে প্রকাশ পেয়েছে নাদালের স্ত্রী মারিয়া ফ্রান্সেসকা পেরেলোর একটি ছবি। মারিয়ার সাম্প্রতিক বেশকিছু ছবিতে সাতাঁরের পোশাকে পেরেলোর মাতৃত্বকালীন অবস্থায় একটি ছবি প্রকাশে এলে বিষয়টি নিশ্চিত হয় যে প্রথম সন্তান আসতে যাছে এই দম্পতির ঘরে।
রাফা এবং মারিয়া কৈশোর থেকেই আছেন একসাথে। তারপর করেন ২০১৯ সালে। সাম্প্রতিক সময়ে নাদাল বলেছিলেন, বাবা হতে তিনি আগ্রহী। এবার ৩৬ বছর বয়সী এই টেনিস সুপারস্টারের নতুন ভূমিকাও পালন করতে হবে। টেনিস কোর্টে নাদালের দুই প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও নোভাক জোকোভিচও সফলভাবেই আলিঙ্গন করেছেন পিতৃত্বকে। সেই সাথে টেনিস কোর্টে ছড়িয়েছেন আলো।
আরও পড়ুন: মেসির অধীনে কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, আশাবাদী রিকুয়েলমে
/এম ই