বাংলাদেশে করোনা সংক্রমন এখন ও পর্যায়ে পৌছায়নি। তবে কবে নাগাদ পৌঁছাবে তাও বলা কঠিন বলে জানিয়েছে সফরত চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল বিকেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ-ডিক্যাব এর সঙ্গে ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ তথ্য জানান।
সার্বিক পরিস্থিতি দেখে হতাশা জানান তারা এই বলেন,করোনার মতো ছোয়াঁছে ভাইরাসের বিষয় জনগনের মধ্যে সচেতনতা খুবই কম। এই পরিস্থিতি আরো ও ২/৩ বছর চলবে কিনা সেটা বলার মত বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করার ওপর জোর দেন তারা।((জানান , বাংলাদেশে করােনা টেস্টের পরিমাণ কেস থেকে সর্বস্তরে টেস্টের পরিমাণ খুবই কম।বলেন সন্দেহজনক কেস থেকে সর্বস্তরে টেস্ট নিশ্চিত করতে হবে।)) জানান, ভ্যকসিন তৈরিতে সক্ষম হলে বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রাধিকার পাবে।
দুই সপ্তাহের অভিজ্ঞতা স্বাস্হ্য অধিদপ্তরের কাছে প্রতিবেদন আকারে হস্তান্তর করা হবে দলটি। করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি গত ৮ জুন ঢাকায় আসে।
______________________________________________
Like our Officially Facebook page: