হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে শান্তরা

0
1


সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। আগের দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে নাজমুল শান্তর দল। হোয়াইটওয়াশ এড়াতেই আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা।

এদিকে, ম্যাচ ডে’তে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট। তবে ম্যাচ পন্ড হবার সম্ভাবনা কম। হায়দরাবাদের এই স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। এখন পর্যন্ত দু’টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে যেখানে স্বাগতিকদের জয়ের রেকর্ড শতভাগ। সেইসাথে দুটি ম্যাচই ছিলো বিগ স্কোরিং গেম।

২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিদের দেয়া ১৮৭ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রান করেও জিততে পারেনি স্বাগতিকদের বিপক্ষে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় পায় মেন ইন ব্লু’রা।

উল্লেখ, ব্যাটিং সহায়ক পিচ হলেও এই মাঠে দাপট থাকে স্পিনারদের। তাই বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। অভিষেক হবার সম্ভাবনা আছে বাহাতি স্পিনার রাকিবুল হাসানের।

/এমএইচআর