গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া থেকে মার্কিন সেনাদের একাংশকে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আফগানিস্তানের মতো একই ভুল আর করতে চায় না দেশটির আইনসভা। তাই কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ভোটাভুটির মাধ্যমে বাইডেনের প্রস্তাব খারিজ করে দেয়া হয়েছে। এমনকি ডেমোক্র্যাটের একাধিক কংগ্রেস সদস্যও বাইডেনকে সমর্থন করেননি এ প্রস্তাবে। খবর সংবাদ সংস্থা এপির।
মূলত, সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মোতায়েনকৃত মার্কিন সেনাবাহিনীর মধ্যে থেকে ৯০০ সেনা সদস্যকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন বাইডেন। এই মর্মে কংগ্রেসে একটি প্রস্তাবও পেশ করেন তিনি। তার সেই প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে পাল্টা প্রস্তাব আনেন রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্ট গায়েৎজ। গত বুধবার (৮ মার্চ) মার্কিন কংগ্রেসে এ নিয়ে ভোটের আয়োজন করা হয়।
ভোটের ফলাফলে দেখা গেছে, গায়েৎজের আনা প্রস্তাব সমর্থন করেছেন ৩২১ জন কংগ্রেস সদস্য। এর বিপক্ষে পড়েছে ১০৩টি ভোট। বিরোধী রিপাবলিকানদের পাশাপাশি বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিরও একাধিক সদস্য মার্টের প্রস্তাবকে সমর্থন করেছেন। ফলে বাইডেনের সেই প্রস্তাব রীতিমতো ধোপে টেকেনি।
প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদত দিতে শুরু করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে আইএস জঙ্গিদের মোকাবিলায় পূর্ব সিরিয়ার ডেইর আজ-জাওয়ার প্রদেশ এবং উত্তর-পূর্বের হাসাকাসহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করেছিল পেন্টাগন। ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সিরিয়া থেকেও বেশ কয়েকটি ঘাঁটি সরিয়ে নিয়েছিল বাইডেন সরকার। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পরিণতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই সিরিয়ার ক্ষেত্রে ফের একই প্রস্তাব আনায় তীব্র নিন্দা ও বিরোধের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এসজেড/