সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যার কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ জন শিক্ষার্থী। তাদের উদ্ধারে এরইমধ্যে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন।
আটকা পড়া শিক্ষার্থীদের সহপাঠী হাবিবুর রহমান শান্ত জানান, গত ১৪ জুন রাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিল তারা। এরইমধ্যে গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) বন্যা পরিস্থিতির অবনতি হয়। পরে গতকাল তারা নানা কাঠখড় পেরিয়ে সুনামগঞ্জ শহরে আসতে সমর্থ হয়। বর্তমানে তারা শহরের একটি হোটেলে অবস্থান করছেন। যেখানে খাদ্য ও সুপেয় পানির সঙ্কটে আছেন তারা।
শান্ত আরও জানান, বর্তমানে তাদের কারও সাথে যোগাযোগ করা যাচ্ছে না। সর্বশেষ সকাল দশটার দিকে তাদের সাথে যোগাযোগ করা গেছে।
তবে জানা গেছে, সুনামগঞ্জের জেলা প্রশাসক আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছেন। রাতে তাদের পুলিশ লাইনসে রাখা হবে। এরপর সেখান থেকে তাদের ফেরানোর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
জেডআই/